মৌলভীবাজার প্রতিনিধি: দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ ( মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ মহসিন আলী পুর্ণ মন্ত্রীর হিসাবে শপথ নিয়েছেন। রবিবার বঙ্গভবনে ৩ টা ৪৪ মিনিটে তিনি শপথ গ্রহণ করেন। রাষ্টপ্রতি এডভোকেট আব্দুল হামিদ মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। এদিকে তার পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় মৌলভীবাজার জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় এলাকাবাসী ও তার সমর্থকদের মাঝে খুশীর বন্যা বইছে। এলাকায় একজন আরেকজন কে মিষ্ট খাওয়াতেও দেখা যাচ্ছে। সৈয়দ মহসিন আলী এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন বিএনপি সরকারে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিন মৌলভীবাজার পৌর সভার তিন বারে নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র ছিলেন।
