মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী মন্ত্রী হতে যাচ্ছেন। ১২ জানুয়ারী রবিবার বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।

মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে সৈয়দ মহসিন আলী একটি জনপ্রিয় নাম। তিনি তিনবার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রর্থী হয়ে বিপুল ভোটে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন।
রোববার শপথ নিতে যাওয়া নতুন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন তিনি। বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সারপ্রাইজ মন্ত্রী হিসেবে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলী রোববার শপথ গ্রহনের জন্য আমন্ত্রণ পেয়েছেন।মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. ফজলুল করিম জানান, মন্ত্রী হিসেবে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলী রোববার শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সুপারিশকৃত মন্ত্রীসভার কাঠামো অনুমোদন করেন রাষ্ট্রপতি। শপথ শেষে মন্ত্রীদের দপ্তর বন্টন করা হবে।
