জামালপুর সংবাদদাতা : নবগঠিত মন্ত্রী পরিষদে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী,হুইপ সাবেক যুবলীগ সেক্রেটারী মির্জা আজম এমপির নাম ঘোষণার খবরে জামালপুরের মেলান্দহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ করেছে। ১২জানুয়ারী বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয় থেকে ঢোল সানাই নিয়ে নেতা-কর্মীরা মেলান্দহ বাজারে আনন্দ মিছিল করে। সাবেক উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারহান জাহেদী সফেন মিছিলের নেতৃত্ব দেন।