ঠাকুরগাঁও প্রতিনিধি : নতুন মন্ত্রী সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বাদ পড়ায় এলাকার আওয়ামীলীগের নেতা কর্মী ও সমর্থকরা হতাশ হয়েছেন। আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা বলেন ,দশম জাতীয় সংসদের মন্ত্রী সভায় উত্তর জনপদের ঠাকুরগাঁও-পঞ্চগড় এলাকা থেকে মন্ত্রীত্ব না দেয়ায় এ অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। তিনি আওয়ামীলীগের সভা নেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামন করেছেন। এ এলাকায় উন্নয়নে ভাটা পরবে বলে মন্তব্য করেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.ইন্দ্রনাথ রায়। মন্ত্রীত্ব এ এলাকা থেকে নির্বাচিত না করায় আওয়ামীলীগ,এবং এর অংগ সংগঠনের নেতা কর্মী সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ ছাড়া বিভিন্ন পেশা জীবী ও সামাজিক স্বেচ্ছা সেবী সংগঠন বিষয়টি মেনে নিতে পারচ্ছেনা।
