মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অতিথি পাখি শিকার করে নিয়ে যাওয়ার সময় তিন শিকারীকে আটক করা হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে হাকালুকি নামক একটি হাওর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, আবদুল বাছিত (২৬), ফয়সল আহমদ (৩৫), সুমন আহমদ (২৬)। তারা সবাই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আনকুনা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাকালুকি হাওর এলাকা থেকে অতিথি পাখি শিকার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তিন শিকারীকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। বড়লেখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।