পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় রিয়েল (১৫) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে শনিবার গভীর রাতে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার সানকীডোয়ারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আ. কাদের (২২) ও বিলজোড়া গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে হাসিম ডাক্তার (৪৫)।
পূর্বধলা থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মনোরঞ্জন সরকার জানান, গত ১৫ ডিসেম্বর ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রিয়েলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পরে ময়না তদন্ত প্রতিবেদনে জানা যায়, রিয়েলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরই প্রেক্ষিতে শনিবার নিহতের বড় ভাই ইলিয়াছ মিয়া বাদী হয়ে নয় জনকে আসমী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত করণে তাকে হত্যা করা হয়েছিল। উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের সানকীডোয়ারী গ্রামের মাজাহারল ইসলাম ওরফে কেন্তা মিয়ার ছেলে রিয়েলের লাশ বাড়ির পাশে কালীহর নদীর পারে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা থানা পুলিশ।