নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারীশ এর নেতৃত্বে যৌথ বাহিনী নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৬) ও নাটোরের সিংড়া উপজেলার বড় গ্রামের আক্কাস আলীর ছেলে শাহীন আলম (২০) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা কাথম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা ও ভাংচুর ঘটনায় থানায় দায়েরকৃত মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
