চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার রশীদুল হাসান । রবিবার বেলা সাড়ে ১১ টায় পুলিশ চুয়াডাঙ্গা সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ মত বিনিময় সভায় চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও টেলিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
সাংবাদিকরা চুয়াডাঙ্গার আইন শৃংখলা ব্যবস্থার উন্নয়ন ও মাদক প্রতিরোধে পুলিশের কার্যকর ভূমিকা পালনে নবনিযুক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন পাশাপাশি চুয়াডাঙ্গার ৪টি থানা ও ৩১ টি পুলিশ ক্যাম্পের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগগুলো তাঁদের নিজস্ব সূত্র ও অনুসন্ধানে উঠে এসেছে তা পুলিশ সুপার রশীদুল হাসান বরাবর উপস্থাপন করেন। পুলিশ সুপার মনযোগ সহকারে সাংবাদিকদের মতামত শোনেন এবং যত দ্রæত সম্ভব ওই সকল অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন । চুয়াডাঙ্গার সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্বপালন আরও সহজ করতে এবং সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা পুলিশের একটি মিডিয়া সেল গঠন করা হবে বলে তিনি জানান। এছাড়া যে সকল পুলিশ সদস্য বিভিন্ন অপকর্ম করে চলে গিয়ে আবারো এ জেলায় বদলী হয়ে এসে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে তাদের ব্যাপারে দৃষ্টি রাখা হবে বলে তিনি আরো জানান। জেলা সহকারি পুলিশ সুপার (প্র.বি) মাসুম আহমেদসহ অন্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন ।