মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদক সম্রাট আব্দুস সালাম (৩২) কে মাদক দ্রব্যসহ আটক করেছে পুলিশ।১১ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৭ টায় চাতলগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। আব্দুস সালাম পৌর শহরের চাতলগাঁও এলাকার আব্দুল বারীর ছেলে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা, ২৪ পুরিয়া হোরোইন ও প্রায় ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

পুুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট আব্দুস সালামকে মাদক দ্রব্যসহ আটক করে কুলাউড়া থানা পুলিশ।
কুলাউড়া থানার উপপরিদর্শক(এস আই) বিনয় ভূষন ও মারুফ হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট আব্দুস সালামকে চাতলগাঁও এলাকার তার নিজ বাড়ি থেকে আটক করে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
