কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ১৮ দলের ডাকা হরতালে পুলিশের গাড়ী ভাঙ্গার এজাহার ভূক্ত আসামী ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে তাকে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই হারুণ-অর-রশিদের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ভাদার্ত্তী গ্রামে অভিযান চালিয়ে পুলিশের গাড়ী ভাঙ্গার এজাহার ভূক্ত আসামী মো. সালাউদ্দিন (৩০) কে ১২ পিস ইয়াবাসহ আটক করে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করলেও সালাউদ্দিন সব সময়ই ছিল ধরা ছোঁয়ার বাইরে। এবার তার আটকের খবরে এলাকার সাধারণ মানুষের মনে আনন্দের জোঁয়ার বইছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। মামলা নং ৬ তারিখ ১২/০১/২০১৪।
