শ্যামলবাংলা ডেস্ক : চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আসন্ন এসএসসি পরীক্ষা পেছানো হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি ১১ জানুয়ারী শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন।

এসময় তিনি বলেন, পরীক্ষা পেছানোর কোন কারণ নেই। যথাসময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফলও প্রকাশ করা হবে।
পেট্রোল বোমায় দগ্ধ গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা কলেজের শিক্ষক সাইদুল ইসলামকে শনিবার সকালে দেখতে বার্ন ইউনিটে যান শিক্ষামন্ত্রী। তিনি সাইদুল ইসলামের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তারও আশ্বাস দেন।
