শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন।

১২ জানুয়ারী রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে ওই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, ওই পদে থাকাকালে এরশাদ মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উলেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিয়োগের আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর প্রধানমন্ত্রীর ৪ উপদেষ্টা নিয়োগ দেয়া হয়।
