আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মদপানে মাতলামি সহ বিভিন্ন অভিযোগে শনিবার রাতে আদমদীঘি থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছেন। পুলিশ জানান, রাতে আদমদীঘির শিবপুর বিজয় মেলায় মদপান করে মাতলামির সময় উপজেলার শিবপুর গ্রামের মোবারক আলীর পুত্র সেলিম হোসেন (১৮), আজিম ঋদ্দীনের পুত্র মোজেদ হোসেন (২০) ও নওগাঁর বিশিয়া লোকমান আলীর পুত্র মিলন হোসেন (১৫ কে এবং নিয়মিত মামলায় প্রান্নাথপুর গ্রামের সামুদ আলীর পুত্র ছাব্বির আহম্মেদ (১৪) কে গ্রেফতভর করা হয়।
