শ্যামলবাংলা ডেস্ক : চলমান রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে অংশীদারিত্বমূলক নির্বাচনের উপায় খুঁজে বের করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির প্রধান রবার্ট মেন্দেস ৮ জানুয়ারি ওই চিঠি দেন। বিষয়টি শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়।
চিঠিতে চলমান রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও অর্থনৈতিক অগ্রগতিতে দীর্ঘ মেয়াদি সংকট সৃষ্টি করবে। চিঠিতে নির্বাচনী সহিংসতা ও অস্থিতিশীলতার তীব্র নিন্দা জানানো হয়।
শেখ হাসিনা ও খালেদা জিয়ার উদ্দেশ্যে চিঠিতে রবার্ট মেন্দেস বলেছেন, আপনার দেশের জন্য একটি পারস্পরিক সম্মত পথ তৈরি করতে প্রতিপক্ষের সঙ্গে কাজ করার আহŸান জানাতে আমি আপনাকে লিখছি।