হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষি জমির ওপর দিয়ে রাস্তা নির্মানকে কেন্দ্র করে পুলিশ-জনতার সংঘর্ষে ৭ পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় রক্তক্ষয়ি সংঘর্ষ থামাতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি করে।এ ঘটনায় পুলিশ ৪জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, গতকাল শনিবার(১১ জানুয়ারী) বিকেলে উপজেলার টান সিদলা গ্রামের ফসলি জমির উপড় দিয়ে আমজাইন ফিসারি ঘাট হইতে হালুয়াপাড়া পর্যন্ত একটি নতুন রাস্তা নির্মানকে কেন্দ্র করে বর্তমান ইউপি মেম্বার আবুল হোসেন গ্রুপ ও জমির মালিক আবুল কাশেম,রউফ মিয়া,শহিদ,সোবান গংদের মধ্যে এক রক্তক্ষয়ি সংঘর্ঘের সৃষ্টি হয়।খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে পুলিশের সাথে জনতা মারমূখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৯ রাউন্ড ফাঁকা গুলি করে।এ সময় সংঘর্ষে এসআই ফিরোজ আহম্মেদ,এ এসআই জাহাঙ্গীর আলম,এএসআই কামরুল হোসেন,কনস্টেবল সোহেল রানা,রফিকুল ইসলাম,আবুল কাসেম,আল-আমিনসহ ৭ পুলিশ আহত হয়। অন্য আহতরা হলেন- টান সিদলা গ্রামের রফিকুল ইসলাম (২২),লিটন মিয়া(৩২),ধুলিহর গ্রামের জলিল (২০),আব্দুর রউফ (২৫) কাসেম(২৮) শহিদ(৩০),আবুল (৩৫),সোবন মুন্সি (২৫), হেলিম (৩৪)ও ছিদ্দিক মিয়া (২৮)সহ কমপক্ষে ৩০ জন এবং গ্রেফতার কৃতরা হলেন-আবুল মেম্বার,ছিদ্দিক মেম্বার,মোতালিব ও আবুল কাসেম।
এ ব্যাপারে ওসি মীর মোশারফ হোসেন জানান, এ ঘটনায় এস আই ফিরোজ বাদী হয়ে মামলা করা হয়েছে। পাশাপাশি চিহ্নিত আসামীদের গ্রেফতারে সাড়াঁসি অভিযান অব্যাহত রয়েছে।