পাবনা প্রতিনিধি : সারাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা কমিটি। শনিবার বিকেলে শহরের আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন কর্মসূচীতে হিন্দু স¤প্রদায়ের শত শত নারী পুরুষ অংশ নেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাবনা জেলা কমিটির সভাপতি গণেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দুর্বৃত্তদের কঠোর শাস্তি দাবিতে বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, প্রবীন সাংবাদিক কলামিষ্ট রণেশ মৈত্র, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কৃষ্ণ কুমার সান্যাল, সহ-সাধারণ সম্পাদক সৌমেন সাহা ভানু ও বাদল কুমার ঘোষ, কোষাধ্যক্ষ খোকন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশিস বসাক, দপ্তর সম্পাদক অজিত কুন্ডু, প্রচার সম্পাদক তপন সরকার হরি, সাংস্কৃতিক সম্পাদক প্রলয় কুমার চাকী, সমাজ কল্যাণ সম্পাদক দেবাশীষ কুমার দে, কার্যকরী সদস্য প্রভাষ চন্দ্র ভদ্র প্রমুখ। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
