সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সিংড়া প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি ও সিংড়া প্রেসক্লাব সভাপতি মোল্লা এমরান আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রাজু আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি এড. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, সিংড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম এ এইচ আরিফ, প্রচার ও গবেষণা সম্পাদক রেজাউল করিম রেজা, রাকিবুল ইসলাম, বদরুদ্দোজা বকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মীর জহুরুল ইসলাম, মীর মুসাইদ ইসলাম, মোহাম্মাদ আলী, খোকন, বাদশা, বকুল প্রমূখ।
