নওগাঁ প্রতিনিধিঃ- সারাদেশে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার প্রতিবাদে আত্রাইয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আত্রাই থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং সেটে মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খাঁন।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন বাবর,আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলাল,সাধারন সম্পাদক চৌঃ গোলাম মোস্তফা বাদল,সহ-সভাপতি আক্কাছ আলী,সাংগাঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব,এমাদুলহক মন্ডল, আত্রাই প্রেসক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর,আত্রাই থানা বিএনপির সাধারন সম্পাদক ও ইউপি চেযারম্যান এমদাদুল হক পিন্টু, আত্রাই থানার তদন্ত ওসি শাহিনুর রহমান,ওয়াল্ড হিন্দু ফেডারেশন সভাপতি ও আত্রাই বিআরডিবি চেয়ারম্যান শ্রী স্বপন কুমার দত্ত,সাধারন সম্পাদক শ্রী বরুন কুমার সরকার, আত্রাই থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মধু সুদন প্রামানিক, আত্রাই থানার এসআই আব্দুর রাজ্জাক,আনোয়ার হোসেন,ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম,উত্তমকুমার সাহা প্রমুখ।