রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি : জাতীয় নির্বাচনের দিন ভোট কেন্দ্রে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রামগঞ্জ থানায় গত ৪ দিনে মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে। রামগঞ্জ থানা এসআই শওকত, এসআই ফরহাদ, এসআই আবুল বাশার, সুবেদার আলম, এএসআই রসুল হোসেন সহ ১১জন পুলিশ বাদী হয়ে ১১টি এবং ১২ জন প্রিজাইডিং অফিসার বাদী হয়ে ১২টি সহ ওই ২৩টি মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় ২/১ জনের নাম উলেখ পূর্বক গড়ে অজ্ঞাত ৩ শতজনকে আসামী করা হয়েছে। এ মামলার সংবাদে উপজেলার বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ইতিমধ্যে গা-ঢাকা দিয়েছে এবং ২১টি কেন্দ্রে এলাকা প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক শীর্ষ নেতা জানান, আসামী অজ্ঞাত নামা হওয়ায় সাধারন মানুষ হয়রানীর সম্ভাবনা দেখা দিয়েছে বেশী। পাশাপাশি পুলিশ ভাইদের বাড়তি আয়েরও একটা খাত তৈরী হয়েছে। থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূইয়া জানান, প্রকৃত দোষীদেরকেই গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।
