বাসাইল ( টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ও ২০ জন আহত হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার কাশিল চেয়ারম্যান বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন মিয়া জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে ধলেশ্বরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১১-১১০২) টাঙ্গাইল থেকে বাসাইল হয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি বাসাইল উপজেলার কাশিল চেয়ারম্যান বাড়ি এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়। আহত হয় ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকাবাসী, ফায়ার সার্ভিসের একটি টিম ও পুলিশ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।