নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় জামায়াতের দুই কর্মীকে আটক করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১০ জানুয়ারী শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাবুরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ডিমলা সদর ইউনিয়নের বামডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তারে ছেলে মোশাররফ হোসেন (৩৪) ও একই এলাকার আলী নূর ওরফে আলী (৩৪)। থানা পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি দিবাগত রাতে এবং নির্বাচনের দিন উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
