নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরীগঞ্জে ৮ জন জুযারীর কাছ থেবে ৯শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ১০ জানুয়ারী শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) কমল সিংহ ঘোষ জরিমানার ওই টাকা আদায় করেন। উপজেলার কেশবা ও ইসমাইল ভাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কেশবা গ্রামের কামরুল ইসলাম (২২), কালঠু মিয়া (২৫), রাজু মিয়া (২১), ইসমাইল ভাঙ্গাগড়া গ্রামের মোনজের আলী (২০), মিনু মিয়া (২২), বাদশা (২৫), এনামুল হক (২৪) ও সুরুজ মিয়া (২৫)। শুক্রবার আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেকের ৯শ’ টাকা করে জরিমানা করে ছেড়ে দেন।
