সাতক্ষীরা প্রতিনিধি : পাটকেলঘাটায় জামায়াত-বিএনপি’র অর্ধশত নেতাকর্মীর নামে মামলা হয়েছে। পাটকেলঘাটা থানার এস আই রতনুজ্জামান বাদী হয়ে ৪ জানুয়ারী কুমিরা অভয়তলা প্রাথমিক বিদ্যালয়ে ২০ নং ভোট কেন্দ্রে কর্কটেল বিষ্কেরণ ঘটনানোর অপরাধে জড়িত থাকার অভিযোগে অর্ধশত বিএনপি-জামায়াতের নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ১০ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন শনিবার ৪ জানুয়ারী থানার ৪নং কুমিরা ইউনিয়নের অভয়তলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০নং ভোট কেন্দ্রে আইন শৃংখলা ডিউটিতে নিয়োজিত ফোর্স ও আনছার সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও ত্রাসের সৃষ্টি করে নির্বাচনী সরঞ্জামাদী ছিনতাইয়ের জন্য ৩/৪টি ককটেল বিষ্ফোরন ঘটায়। এসময় ভোট কেন্দ্রের ব্যালট পেপার ও ব্যালট বক্স রক্ষার নিয়োজিত পুলিশ ১ রাউন্ড ফাঁকা উড়ো শুলি বর্ষন করে। এখবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসলে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫ রাউন্ড শর্টগানের সীসা, ২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এঘটনায় বিএনপি-জামায়াতের ৩০ জনের নাম উলে¬খসহ ২০/২৫ জন কে অজ্ঞাত করে এস আই রতনুজ্জামান বাদী হয়ে থানায় একটি বিষ্ফোরণ দ্রব্যাদি আইনে মামলা করে। মামলা নং-১। তারিখ-০৮-০১-১৪ ইং।
আসামীকৃত জামায়াত-বিএনপি’র নেতাকর্মীরা হলো, কুমিরা অভয়তলা গ্রামের মুত সালামত শেখের পুত্র আতিয়ার রহমান(৪৭), মৃত মহিউদ্দীন শেখের পুত্র হয়রত শেখ(৪০),আতিয়ার শেখের পুত্র লিওন(২৩),লুৎফর গাজীর পুত্র নুর মহম্মদ শেখ(৩২) আবু বক্কর শেখের পুত্র রবিউল ইসলাম(৩২), লাঘবকাটী গ্রামের কাশেম গাজীর পুত্র সেকন গাজী(২৫), দাদপুর গ্রামের মৃত মহম্মদ আলী শেখের পুত্র নজরুল শেখ(৩৮), মুত আব্দুল মজিদ শেখের পুত্র সিরাজুল শেখ(৩৮),শের আলী শেখের পুত্র রুহুল আমিন(২৮), মৃত মাজেদ শেখের পুত্র হোসেন আলী(৩৮),আনছার শেখের পুত্র আনিছুর(৪০),নজু শেখের পুত্র রায়হান শেখ(২০), কুমিরা গ্রামের তছেল উদ্দীন বিশ্বাসের পুত্র সেলিম(২৬),ফারুক(৩০), মৃত বাবর আলীর পুত্র সামসু দালাল(৪৫),মকবুল সরদারের পুত্র রবিউল সরদার(২৮),নুর ইসলাম গাজীর পুত্র রাজু গাজী(২২), রাঢ়ীপাড়া গ্রামের মৃত নুরু সরদারের পুত্র আব্দুল হাই(৩৭),তৈলকুপি গ্রামের মৃত রবিউল মোড়লের পুত্র মোজাফ্ফর মোড়ল (৩০), মৃত সাত্তার মোড়লের পুত্র ডালিম মোড়ল(২৮), নুর মোহম্মদ গাজীর পুত্র আলীম গাজী(৩০),মৃত বকস্ মোড়লের পুত্র শফি(৩৪),শাকদহ গ্রামের আব্দুল হাকিমের পুত্র হায়দার(৩০),নুর আলী সরদারে পুত্র ইবাদুল সরদার(৩২),যুগীপুকুরিয়া গ্রামের মৃত আবু বক্কর মোড়লের পুত্র আলমগীর(২৬),কাশীপুর গ্রামের কুবাদ আলীর পুত্র মন্টু(৩৫),বাইগুনি গ্রামের হোসেন আলীর পুত্র মনি(২৮),সরুলিয়া গ্রামের মৃত আফসার সরদারের পুত্র হামিদুল সরদার(৩৫), শুখিল সরদারের পুত্র আলিম সরদার(৩০),দুধলী গ্রামের মৃত বেলায়েত সরদারের পুত্র মোজাফ্ফর সরদার(৪৫)। এছাড়া অজ্ঞাতনামা ২০/২৫ জন কে আসামী করা হয়েছে।