ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নের মহানামযজ্ঞ-১৪’ উদযাপনের লক্ষে শনিবার সকালে স্থানীয় ইউপি ভবনে এক প্রস্তুতিমুলক আলোচনা সভা অসুষ্টিত হয়। ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে এ সময় বক্তব্যদেন, তরুন কান্তি বৈরাগি, আশুতোষ মন্ডল, হাজারি লাল বৈরাগি, শুনিল মন্ডল, রনজিত মন্ডল, পংকোজ রায়, নিরাপদ ঢালী, রবীন্দ্রনাথ চক্রবর্ত্তী, চিস্ময়ী রানী ও মাইকেল মন্ডল প্রমুখ। আগামী ২১শে ফেব্রুয়ারিতে শুভ উদ্ভোধনের মধ্যে দিয়ে ১০ দিনব্যাপি এ উৎসবের আয়োজন করা হয়।