ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় বোরো আবাদে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। কনকনে শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়াকে উপেক্ষা করে বোরো ধানের বীজতলা রোপনে ব্যস্ত এ উপজেলার কৃষকরা। তারা এখন বোরো রোপনে কোমর বেধে মাঠে নেমেছেন।

জানা যায়, চলতি মৌসুমে উপজেলা কৃষি সম্প্রষারণ অধিদপ্তর এ উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রায় ১৩ হাজার হেক্টর জমি। কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের কর্মকর্তা কোরবান আলী বলেন, বোরো মৌসুমে প্রাকৃতিক দূর্যোগ না হলে এবং সেচ সংকট কাটিয়ে উঠতে পারলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
