গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে প্রহসনের নির্বাচন বাতিল ও র্নিদলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসেবে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি । মিছিলটি রহনপুর পৌর বিএনপি সিএনবি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তারেক আহমদ, বিএনপি নেতা রবিউল ইসলাম বাচ্চু, মোহাম্মদ আলী প্রমূখ। এদিকে একই দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াত । মিছিলটি রহনপুর স্টেশন বাজার থেকে বের হয়ে রহনপুর পুরাতন বাজারের গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা আমীর তাজের হোসেন মাষ্টার, পৌর আমীর অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা নােেয়বে আমীর মওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল প্রমূখ।
