আমতলী( বরগুনা ) প্রতিনিধি : বরগুনার আমতলীতে শনিবার সকালে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আমিন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী মোঃ আব্দুলাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক আবদুল ওয়াহাব ভূঞা। আমতলী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুদ্দিন সানু, মহিলা ভাইস চেয়ারম্যান,দেলোয়ারা হামিদ, সহকারী কমিশনার (ভূমি) দেবেন্দ্রনাথ উড়াও, র্যাব -৮ এর সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, অমতলী থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুলাহ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুদ্দিন ছজু, বক্তব্য রাখেন। ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা। শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ মিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম। পৌর আওয়ামলীগের সভাপতি মো. মজিবুর রহমান প্রমূখ। সভায় শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উডস্থিত ছিলেন।
