এস.এম.তারেক নেওয়াজ , হোসেনপুর (কিশোরগঞ্জ)প : তীব্র শীত ও ঠান্ডার কারনে কিশোরগঞ্জের হোসেনপুরে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত দু’দিনে ঠান্ডা জনিত এসব রোগে শিশু-বৃদ্ধসহ প্রায় ২ শতাধিক আক্রান্ত হয়েছে।আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।
স্থানীয় হাসপাতাল ও অন্যান্য সূত্রে জানাগেছে, প্রচন্ড ঠান্ডায় ডায়রিয়া,শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।কিন্তু হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন শিশু বিশেষজ্ঞ না থাকায় রোগী নিয়ে অভিভাবকরা চরম দূভোগে পড়েছেন।কেননা,এখান থেকে বেশির ভাগ ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগী কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হচ্ছে। সেখানে সিটের সংকুলান না হওয়ায় প্রচন্ড ঠান্ডার মধ্যে শিশু রোগী নিয়ে মেঝেতে থাকতে বাধ্য হচ্ছে। সেখানকার শিশু বিশেষজ্ঞ ডাঃ সুজিত দাস জানান, শিশু রোগীর চাপ এত বেশি যে,শিশু ওয়ার্ডে ২০টি সিটের পরিবর্তে ভর্তি রয়েছে ৪গুণের বেশি।তারপরও প্রতিদিন বিভিন্ন উপজেলা থেকে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে। ফলে চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হেলার উদ্দিন জানান,প্রচন্ড ঠান্ডার কারনে শিশুরা রোটা ভাইরাসের সংক্রমনে ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে।পাশা-পাশি শ্বাসকষ্ট বেড়ে গিয়ে নিউমোনিয়ায়ও আক্রান্ত হচ্ছে। প্রতিদিন এসব রোগে গড়ে প্রায় শতাধিত শিশু-বৃদ্ধ ইনডোর,আউটডোর ও চেম্বারে চিকিৎসা নিচ্ছেন বলেও মন্তব্য করেন।
