নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৬০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গত এক বছর যাবত কোন বেতন-ভাতা পাচ্ছেন না। বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের পর থেকে এই বঞ্চনা শুরু হয়েছে। ফলে বেতন-ভাতা না পেয়ে আর্থিক দৈন্যতায় শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। উপজেলার ৫টি ইউনিয়নে ১৫টি বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের সবকটি সরকারিকরণ করা হয়। এর আওতায় পড়েন বিদ্যালয়ের ৬০ জন কর্মরত শিক্ষক। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০১৩ সালের ১ জানুয়ারি এসব বিদ্যালয় সরকারিকরণের আওতায় আনা হয়। কিন্ত ঘোষণার এক বছরেও চালু হয়নি এখানকার শিক্ষকদের বেতন-ভাতা। এমনকি তারা বেসরকারি স্কুলের পাওনা ৪ মাসের বকেয়া বেতন-ভাতাও পাননি। ফলে এসব চরম কষ্টে দিন অতিবাহিত করছেন। উপজেলা শিক্ষা দপ্তর জানায়, একাধিকবার চিঠি চালাচালি করেও সুফল মিলছে না। মন্ত্রণালয় থেকেও মিলছে না কোন সদুত্তর। এসব বিদ্যালয়ের ৬০ জন শিক্ষক প্রতিদিনই উপজেলা শিক্ষা অফিসে আসছেন কিন্ত কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন।
