কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা : রিফাত রেজোয়ান জয় ২০১৩ সালের জে,এস,সি পরীক্ষায় কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক ইত্তেফাকের নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা সংবাদদাতা মোঃ জাফর উলাহ ও পরিবার কল্যাণ পরিদর্শিকা মিসেস রিনা আক্তারের একমাত্র পুত্র । সে ডাক্তার হতে চায় এবং সকলের দোয়া প্রার্থী।