ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০১৪ | ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০১৪ ৮:৫৫ অপরাহ্ণ

Moulvibazar.kool.pIC.1মৌলভীবাজার প্রতিনিধি: ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে মৌলভীবাজার সদর হাসপাতালে হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
১০ জানুয়ারি শুক্রবার  দুপুরে শহরের সদর হাসপাতাল সরজমিনে গেলে দেখা যায়, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে শিশু ও নারী-পুরুষ মিলে বর্হিবিভাগে প্রায় ৩শত রোগী চিকিৎসা নিতে আসছেন। এদের মধ্যে আশঙ্কাজনক রোগীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া শিশু রোগী বৃদ্ধি পাওয়াতে হাসপাতালের শিশু বিভাগে রোগী বেশি থাকায় বারান্দায় বসেও চিকিৎসা দেওয়া হচ্ছে। সদর হাসপাতালের সিনিয়র নার্স নাজমা বেগম জানান, ঠান্ডাজনিত রোগের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে। সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আব্দুল্লা আল বাকি জানান, ঠান্ডা জনিত কারণে হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তরা বেশি ভর্তি হচ্ছেন।এসব রোগীদের খাবার স্যালাইন, সিরাপ, ইনজেকশন দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অপর দিকে জেলার বিভিন্ন উপজেলায় শীতজনিত রোগে শিশুরা আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!