জেলা প্রতিনিধি, ভোলা : ভোলার চরফ্যাশন উপজেলায় ধান কাটা নিয়ে পৃথক সংঘর্ষের ঘটনায় অনন্ত ৩০জন আহত হয়েছে। গুরুতর আহত ১০জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল ৭ টায় দিকে চরমনোহরে ও সাড়ে ৭ টায় চরফারুকিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, সৈয়দ আহমেদ (৫৫), শাহে আলম (২৫), জাফর (৩২), কামরুল (২৭), নেছারউদ্দিন (৩০), বাকের (২৬), আঃ সালাম দালাল (৫২), রায়হান (২৪), জসিমউদ্দিন (২০) ও ইমাম হোসেন (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চরমনোহরে সৈয়দ আহমেদ’র সাথে জমিজমা নিয়ে আবুল কাশেমের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ বিরোধপূর্ণ জমিতে আবুল কাশেমের লাগানো ধান সৈয়দ আহমেদ ও তাঁর লোকজন কাটতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০জন আহত হয়।
এদিকে সকাল সাড়ে ৭ টার দিকে চরফারুকিতে নাছির বেপারী’র দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে আঃ সালাম দালালের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এত দু’পক্ষের অন্তত ১০জন আহত হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, এ ব্যাপারে কেউ এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি।
