তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : বিপুল উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা মহানগরীর বাদুরতলাস্থিত সর্ব্ব ধর্ম্ম মিশন আনন্দ জয় দূর্গা আশ্রম @ ব্রহ্ম মন্দিরে শুক্রবারে ১২-তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল যথাক্রমে ভোর ৫টা ব্রহ্মনাম সঙ্গীত, আরতি, নামজপ। নামজপের পর প্রকৃত তত্ত্ব গ্রন্থ পাঠ ও আলোচনা, সর্ব্ব ধর্ম্ম সঙ্গীত, দুুপুর ১২টায় বার্ষিক সাধারণ সভা, দুপুর দেড়টায় ভোগানুষ্ঠান, বিকেল আড়াইটায় উৎসবে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, বিকেল ৩টায় নামজপ, সন্ধ্যায় আরতি, রাত ৭টায় সর্ব্ব ধর্ম্ম সংগীত, ধর্ম্মালোচনা, নামজপ ও জয়ধ্বনি অনুষ্ঠিত হয়। এ ছাড়াও শুক্রবার রাতভর স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সর্ব্ব ধর্ম্ম সংগীত, মলয়া সংগীত ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান করা হয়। শত শত ভক্তশ্রোতা ও শিষ্যের আগমনে মুখরিত হয়ে ওঠে ব্রহ্ম মন্দির প্রাঙ্গণ। উৎসবানুষ্ঠান পরিদর্শন করেন-বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ট্রাস্টি নির্মল পাল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টাণ ঐক্য পরিষদ কুমিল্লাা জেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও কুমিল্লা সিটি প্রেসক্লাব সম্পাদক তাপস চন্দ্র সরকার, বাংলাদেশ ছাত্র-যুব-ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মধুসূদন বিশ্বাস, কুমিল্লার সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক অমল মজুমদার সহ আরো অনেকে।
ওই অনুষ্ঠানে সবান্ধব যোগদান করতঃ আনন্দ বর্ধন ও দয়াময়ের অসীম কৃপালাভে ব্রতী হওয়ার জন্যে উৎসবে অংশ গ্রহণ করায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন- কুমিল্লা আনন্দ জয় দূর্গা আশ্রম @ দয়াময় আশ্রমের সেক্রেটারী অমল চন্দ্র দত্ত।
