শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আন্দোলনের নামে সহিংসতা-নৈরাজ্য ও মানুষ হত্যা বন্ধ করে আলোচনায় বসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এগুলো বন্ধ না হলে কীভাবে দমন করতে হয়, তা আওয়ামী লীগের জানা আছে। দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও জানমাল রক্ষায় যতটুকু কঠোর হওয়া দরকার হব। প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর হতে হবে। তিনি ১০ জানুয়ারী শুক্রবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ওই কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে তিনি বলেন, তিনি নির্বাচনে আসেননি। ভুল করেছেন। এ ভুলের খেসারত তাকেই দিতে হবে। তার ভুলের খেসারত বাংলাদেশের মানুষ দেবে না। নতুন সরকার গঠন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমি রাষ্ট্রপতির সঙ্গে নতুন সরকার গঠন নিয়ে আলোচনা করেছি। তিনি আমাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। ১২ জানুয়ারি সরকার গঠন করবো। ওই দিন আমরা শপথ নেব। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, বোমাবাজি উপেক্ষা করে ৪০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।
