ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকের নোয়ারাই ইউনিয়নের লক্ষিবাউর গ্রামে সুলেমান মুসলিম হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা দোয়া, মিলাদ ও সবক প্রদানের মাধ্যমে হাফিজিয়া মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি, সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন, ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ছমির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সিলেট রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একেএম আব্দুজ জহির, পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মাসুদ আহমদ, দৈনিক উত্তর পূর্ব পত্রিকার সাব-এডিটর মির্জা সোহেল, শাহপরান জামেয়া ইসলামীয়া মাদ্রাসার শিক্ষক আসাদুর রহমান, খরিদিচর আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবের আহমদ, সমতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহি উদ্দিন আহমদ, কুমারকান্দি মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল গফ্ফার, দশঘর রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসার মাওলানা আলা উদ্দিন, বিএইডেড হাইস্কুলের শিক্ষক আব্দুল কাহার, জনতা ব্যাংক লালদিঘীর পাড় শাখার সিনিয়র কর্মকর্তা গিয়াস উদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, হাজী হারিছ আলী, মনির উদ্দিন মেম্বার, নুরুল আনোয়ার, ফারুক মিয়া, শফিক আলীসহ স্থানীয় লোকজন। মাদ্রাসা নির্মাণের জন্য ভূমিদান করেছেন একেএম আব্দুজ জহির ও মাদ্রাসা ভবন নির্মাণে ১৭ লক্ষ টাকা অর্থায়ন করেছেন যুক্তরাজ্য প্রবাসী, জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের সুলেমান মুসলিম।
