কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার মূলগাঁও গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বাড়ীতে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও গ্রামের পরিতোস চন্দ্র দাসের বাড়ীর লাকড়ি ভর্তি রান্না ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এলাকাবাসী বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে পার্শ্ববর্তী পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে যায় রান্না ঘরটি। পরিতোস স্থানীয় আওয়ামীগ নেতা আমজাদ হোসন স্বপনের ইটের ভাটায় কাজ করে। ঘটনার পর কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হক ভূঁইয়া জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। তবে তিনি ধারণা করছেন বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নি কান্ডের সূত্রপাত হতে পারে।