স্টাফ রিপোর্টার : নির্বাচনের সময় শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনের দু’পায়ের রগ কেটে দেয়া এবং ভোট কেন্দ্রে পেট্রোল বোমা মেরে ২ আনসারকে দগ্ধ করার মামলায় মজিবর রহমান (৩৫) নামে এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে শ্রীবরদী পৌরসভার পোড়াগড় এলাকা থেকে ওই জামায়াতকর্মীকে গ্রেপ্তার করা হয়।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ জামায়াতকর্মী মজিবর রহমানকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি ভোটের দিন শ্রীবরদী পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেনের (৫০) ওপর হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দেয় জামায়াত-শিবির কর্মীরা। গুরুতর আহত বিল্লাল বর্তমানে ঢাকার জাতীয় পক্ষাঘাত হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছে। আহত বিল্লালের অভিযোগ, ভোটকেন্দ্রে যাওয়ার সময় স্থানীয় জামায়াত নেতা নুরুজ্জামান বাদল, ইব্রাহিম ও হুমায়ুনের নেতৃত্বে ১৭/১৮ জন মিলে তাকে ধরে দুপায়ের রগ কেটে দেয়। ওই ঘটনায় বুধবার রাতে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের হয়।
