স্টাফ রিপোর্টার : শেরপুরে তীব্র শীত ঝেঁকে বসেছে। দরিদ্র-অসহায় মানুষদের শীতের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা। শীতার্তদের মধ্যে বিতরনের জন্য আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১শ ৪০ টি কম্বল প্রদান করা হয়েছে। ৯ জানুয়ারী বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন শহরের সজবরখিলা এলাকার হরিজন পল্লীতে ওই কম্বল বিতরন কাজ উদ্বোধন করেন। পরে বালিকা শিশু পরিবার এতিমখানার অসহায়-এতিমদের মধ্যেও কম্বল বিতরন করা হয়।

এসময় আশা’র জেলা ব্যবস্থাপক শংকর দাস, আঞ্চলিক ব্যবস্থাপক এসএম আমজাদ হোসেন, ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, সাপোর্ট ইঞ্জিনীয়ার নাজমুল হাসান প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশা’র জেলা ম্যানেজার শংকর দাস জানান, জেলার শ্রীবরদী উপজেলার পাহাড়ী জনপদের কর্ণঝোড়া এলাকায় দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মাঝে আরও ৩শ কম্বল বিতরন করা হবে।
