রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়ায় আগুনে পুড়ে গেছে একটি বসতঘর। ৮ জানুয়ারি বুধবার বিকেল ৫টার সময় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, নুরুল ইসলামের বসত ঘরে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ওমর আলীর ঘর ও দুটি খড়ের গাদা পুড়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। অগ্নিকান্ডে আনুমানিক দুই লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।
