মেহের আমজাদ, মেহেরপুর : মুক্তিপন ছাড়াই পুলিশের তৎপরতায় এক বছর বয়সের শিশু সন্তানকে ফিরো পেলো তার পরিবার। গত ২ জানুয়ারী ঢাকার মালিবাগ থেকে জান্নাতুল ফেরদৌস নামের ঐ শিশুটিকে অপহরণ করে মেহেরপুরে নিয়ে যাওয়া হয়। তার পিতার নাম জাহাঙ্গীর হোসেন। শিশুটিকে উদ্ধারের সময় অপহরক রায়হান কে আটক করে পুলিশ। অপহরক রায়হান মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের আসর আলীর ছেলে। পাওনা টাকা ফিরে পেতে শিশুটিকে অপহরণ করা হলেও পরে সাত লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। বুধবার বিকেলে মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার পর অপহরককে কারাগারে পাঠানো হলেও শিশুটিকে ফিরিয়ে দেয়া হয় তার মায়ের কোলে। বিকেলে শিশুটিকে উদ্ধার করা হলেও সংবাদ সম্মেলনের মাধ্যেমে রাত ৯ টায় সাংবাদিকদের জানানো হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, অপহৃত শিশুর পিতা জাহাঙ্গীর ও অপহরক রায়হান একসাথে মরিশাসে থাকতো। এ সময় জাহাঙ্গীর চল্লিশ হাজার টাকা ধার নেয় রায়হানের কাছ থেকে। দু’জনে দেশে ফেরার পর জাহাঙ্গীর ধার করা টাকা পরিশোধ না করায় ২ ডিসেম্বর জাহাঙ্গীরের অনুপস্থিতিতে তার বাড়ি থেকে শিশু জান্নাতুল ফেরদৌসীকে অপহরণ করে মেহেরপুর নিয়ে যায়। এরপর জাহাঙ্গীর বিকাশের মাধ্যমে রায়হানের পাওনা টাকা পরিশোধ করে। কিন্তু রায়হান লোভে পড়ে শিশুটির মুক্তির জন্য আরও সাত লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পুলিশের সহায়তা চেয়ে জাহাঙ্গীর ঢাকার সাজাহানপুর থানায় মামলা দায়ের করে। সাজাহনপুর থানা পুলিশ ঘটনাটি মেহেরপুর থানাকে অবহিত করে। মেহেরপুর সদর থানা পুলিশ বুধবার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
