সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের পাচলিয়ায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাড়ালো ২ জনে।

আহত অবস্থায় চিকিৎসাধিন রয়েছে আরো ৩ জন। পুলিশ জানায়, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলের ডাকা অনির্দ্দিষ্টকালের অবরোধ ও হরতাল চলাকালিন মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এই পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটলে বুধবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ক্ষতিগ্রস্থ ট্রাকটি সরানো হয়। এসময় নিচে চাপা পড়া অগ্নিদগ্ধ আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। সে আলু ব্যবসায়ি বলে জানা গেছে। লাশটি হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের নাম ইমরান হোসেন (২৯)। সে বগুড়া জেলার শিবগঞ্জ থানার গনেশপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এদিকে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ২০ জনের নাম উলেখ করে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার ভোর রাতে মামলা দায়েরের পর সলঙ্গা থানার নলকা ও হোরগাতি এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। উলেখ্য, বিরোধীজোটের টানা অবরোধ ও হরতাল চলাকালে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের পাচলিয়ায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী আলু বোঝাই একটি ট্রাকে অন্তত পাচটি পেট্রোল বোমা ছোড়ে অবরোধকারিরা। এসময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় মিলন নামে এক আলু ব্যাবসায়ি। আহত হয় ট্রাক ড্রাইভারসহ চারজন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
