রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে ৫ জানুয়ারী রবিবার দশম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশ বাদী হয়ে ১৮ দলের ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করেছে। মামলার খবরে গ্রেফতারের ভয়ে নেতা-কর্মীরা এলাকা ত্যাগ করেছে।
পুলিশ সূত্র জানা যায়, নির্বাচনের আগের রাত শনিবার ও নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, পুলিশ অগ্নিদগ্ধসহ সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে নাগমুদ মধ্যপাড়া কেন্দ্রের দায়িত্বরত অফিসার এএসআই গোলাম রসূল, পানিয়ালা কেন্দ্রের দায়িত্বরত অফিসার সুবেদার শাহ আলম, কমরতলা কেন্দ্রের দায়িত্বরত অফিসার এসআই আবুল বাসার, উত্তর হরিশ্চর কেন্দ্রের দায়িত্বরত অফিসার এসআই শেখ শওকত আলী একটি করে এবং মাসিমপুর কেন্দ্রের দায়িত্বরত অফিসার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে ২টি মামলা দায়ের করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া পিপিএম বলেন, কেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ, ছিনতাই, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে স্থগিত হওয়া ২১টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগণ পৃথক ভাবে মামলা দায়ের করেন। শিঘ্রই আসামিদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান শুরু হবে।