মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নববর্ষ কাপ ক্রিকেটে মেহেরপুর ইয়াং টাইগার্স একাদশ ৭ ইউকেটে মেহেরপুর ড্রিম একাদশকে পরাজিত করে। সরকারি কলেজপাড়া যুব সংঘের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত খেলায় ড্রিম একাদশ নির্ধারিত ১৫ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ১০২ রান করে। দলের পক্ষে মাহাবুব সর্বোচ্চ ৩৪ রান করেন। জবাবে খেলতে নেমে ইয়াং টাইগার্স একাদশ ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে রাশেদ সর্বোচ্চ ৪৩ রান করেন।