ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : ভাণ্ডারিয়া সদর ইউনিয়ন পরিষদরে উদ্যোগে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে দুস্থ্য মহিলাদের ৬মাস প্রশিক্ষন শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। ৮ জানুয়ারী বুধবার বিকেলে এল জি এস পি প্রকল্পের আওতায় পরিষদ মিলনায়তনে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও কাজী মাহবুবুর রশিদ। সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ হারুন মুন্সী,মানিক হাওলাদার, মঞ্জুরানী, বেবী আক্তার ও ফাতেমা বেগম। এসময় গ্রাম আদালত ও সদর ইউনিয়ন প্রশিক্ষন কেন্দ্রের শতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন । পরে প্রাথমিক পর্যায়ে ৬ জন দু:স্থ্য নারীর মাঝে মেশিন বিতরণ করা হয়।