বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের শূরা সদস্য ও লাহিড়ী পূর্ব জামে মসজিদের ঈমাম মুসফিকুর রহমান(৪৫) মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তার লাহিড়ী বাসভবন থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের শূরা সদস্য ও লাহিড়ী পূর্ব জামে মসজিদের ঈমাম মুসফিকুর রহমান মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এশার নামাজ পরে তার লাহিড়ী বাসভবনের গেটে পৌছা মাত্র পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। এঘটনায় জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা তীব্র নিন্দা জ্ঞাপন করে আটককৃত জামায়াতের শূরা সদস্য ও লাহিড়ী পূর্ব জামে মসজিদের ঈমাম মুসফিকুর রহমানের অবিলম্বে মুক্তির দাবি করেন।
