বাবুগঞ্জ( বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জের দেহেরগতি খৃস্টার্ন পলীতে চাঞ্জল্যকর মা মনিকা মৃধা ও ছেলে সূশীল মৃধা হত্যার ঘটনায় নিহত মনিকার মৃধার বড় মেয়ে সবিতা মৃধা বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বাদীর ছোট ভাই সমিরন মৃধাকে ১নং আসমী করে অজ্ঞাত জ্জ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহের গতি এলাকার খৃস্টান পাড়ায় ধারালো অস্ত্র দিয়ে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা লাশ প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার ১১ টার দিকে তালাবদ্ধ ঘর থেকে পুলিশ উদ্ধার করে। লাশ থেকে দূর্গন্ধ বের হওয়ায় রবিবার রাতের যে কোন সময় হত্যাকান্ড দুটি ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারনা করছে। নিহতদের একাধিক প্রতিবেশী জনান, মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে এনজিও কর্মী কিস্তির টাকা উত্তোলনের জন্য আসে।এসময় তাদের ঘর বাইরে থেকে তালা বদ্ধ দেখে মোবাইল ফোনে রিং করে। ঘরের ভিতরে মোবাইল ফোন বেজে উঠলে তাদের সন্দেহ হয়।খবর দিলে পুলিশ এসে ঘরের দরজার তালা ভেঙ্গে লাশ দু’টি উদ্ধার করে।প্রতিবেশীরা জনান, নিহত মনিকার ছোট ছেলে সমীরন মৃধা (৪০) দুই দিন ধরে নিখোজ। সমীরন মৃধা নেশা করতো। একারনে তার সাথে বড় ভাই ও মায়ের কোন্দল লেগেই থাকতো। সমীরন মৃধা নেশার মাথায় এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে প্রতিবেশীরা জানান।
