দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় ৭ বছরের স্কুল পড়–য়া এক শিশু নিহত হয়েছে। ৮ জানুয়ারী বুধবার সকালে ওই ঘটনা ঘটে। সে রৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা রাস্তায় বেরিকেড দিয়ে কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

জানা গেছে, বুধবার সকালে দুর্গাপুর উপজেলার রৈপাড়া গ্রামের নূর ইসলামের শিশু পুত্র নাইম (৭) সকালে রৈপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়ে আসে। দুর্গাপুর-শিবপুর প্রধান রাস্তা পার হয়ে স্কুলে যাওয়ার পথে দুর্গাপুর থেকে শিবপুরগামী একটি করিমন গাড়ী তাকে চাপা দেয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় গাড়ী চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ঘটনায় দুর্গাপুর-শিবপুর রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষুদ্ধ এলাকাবাসী।
