ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে দোয়ারায় দরিদ্র শীতার্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারী বুধবার বিকেলে দোয়ারা উপজেলা অডিটোরিয়ামে শতাধিক শীতার্থ মানুষদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুছ আনুষ্ঠানিকভাবে শীতার্থদের হাতে চাদর তুলে দেন। এ সময় ইসলামী ব্যাংক ছাতক শাখার ব্যবস্থাপক মকছুদুর রহমান মুন্সী, দোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ, ব্যাংক কর্মকর্তা আলাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন, ব্যাংক কর্মকর্তা সাইদুর রহমান।
