আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার বিকেলে বিএনপি এক নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগে ৩টি বসতঘরসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

জানা যায়, যশরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান বিএনপি নেতা ভারইল গ্রামের নুরুল ইসলামের গ্রামের বাড়িতে বিকেল ৩টার দিকে একদল আওয়ামী লীগের কর্মী হামলা চালায়। এসময় তারা ওই বিএনপি নেতার বসত ঘরসহ আরো দুইটি ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিএনপি নেতা নুরুল ইসলামের চাচাতো ভাই টুটুল জানান, হামলায় তাদের তিনটি ঘরের মালামাল লুট করে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা । এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয় বলে দাবী করে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরের সিলিং থেকে ঘরের ছাউনির কাঠ পর্যন্ত।
খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে গিয়ে আগুনের ক্ষয়-ক্ষতি-থেকে কিছ বাঁচাতে পারেনি বলে জানান গফরগাঁওয়ের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হাসান। এ ঘটনায় নুরুল ইসলামের বৃদ্ধ মা কমলা বেগম (৫০) জ্ঞান হারিয়ে ফেললে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
