তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লায় ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল বহনের দায়ে পলাতক আসামী রিক্সা চালক আলী হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন কুমিল্লা স্পেশাল দায়রা জজ আদালত। ৮ জানুয়ারি বুধবার দুপুরে কুমিল্লা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবুল হোসেন বেপারী ওই রায় প্রদান করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১ জানুয়ারি দুপুর ২টার সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এএসআই সেকান্দর আলী কর্মরত থাকাবস্থায় সঙ্গীয় ফোর্সসহ মাদক দ্রব্য অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাউবন্দ গ্রামের রঘুপুর চৌমুহনী হতে ২শ গজ দক্ষিনে কুমিল্লা-চট্টগ্রাম সড়কের পশ্চিম পাশ হতে একটি নম্বর বিহীন রিক্সা সহ আলী হোসেনকে আটক করে পুলিশ। রিক্সায় যাত্রী বসার সীট তল্লাশী করে চারটি প্যাকেটের মধ্যে ৩টি প্যাকেটে ১০ বোতল করে ও ১টি প্যাকেটে ১৪ বোতল মোট ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে জব্দ তালিকা তৈরী করে এবং রিক্সা চালক আলী হোসেনকে আটক করে সদর দক্ষিণ মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০০৯ সালের ২৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি কুমিল্লা’র এস.আই তপন বাকচি ঘটনার তদন্ত ও সাক্ষ্য প্রমানে আসামী আলী হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (খ) ধারায় সদর দক্ষিণ থানায় ১৭নং অভিযোগ দাখিল করেন। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর আসামী আলী হোসেন এর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অতঃপর এ মামলায় রাষ্ট্র পক্ষে ৬জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে রাষ্ট্র পক্ষে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একবালিয়া গ্রামের আবু সাঈদের ছেলে পলাতক আসামী আলী হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানার এবং অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন- স্পেশাল পিপি অ্যাড. মহিউদ্দিন আহমেদ আলম।
